বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছে বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আশ্বস্তে করেছেন বিভিন্ন দলের নেতারা। একই সঙ্গে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিতে প্রধান উপদেষ্টাকে তাগাদা দেন তারা।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের ফাঁকে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের পতাকা অবমাননা এবং দেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের বিষয়ে আন্তর্জাতিকভাবে যে গল্প শোনানো হচ্ছে, এ বিষয়ে করণীয় কী- তা নিয়ে আলোচনা হয়েছে।
আজকের বৈঠকে কোনো রাজনৈতিক বিষয়ে আসেনি জানিয়ে তিনি বলেন, তবে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের জন্য তাগাদা দিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেছেন- রাষ্ট্রের বিভিন্ন খাতে সেবার বিষয়টি সেভাবে পরিলক্ষিত হচ্ছে না। এ বিষয়ে কী করা যায় তা আলোচনায় এসেছে।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছে বলেও প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন রাজনৈতিক দলের নেতারা।
তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন, তারা পতিত (আওয়ামী লীগ) সরকারের নিয়োগপ্রাপ্ত, তাদেরকে সরিয়ে বিপ্লবের পক্ষের শক্তিকে নিয়োগ দেওয়ার বিষয়ে প্রস্তাব এসেছে। সংখ্যালঘুদের বিষয়ে একটি জাতীয় কমিশন গঠনের প্রস্তাব এসেছে। প্রোপাগান্ডা প্রতিরোধে রাষ্ট্রীয়ভাবে পাবলিক রিলেশন সেল করার কথা এসেছে, যেখানে বাংলা ও ইংরেজি মাধ্যমে তথ্য প্রকাশ করবে তারা।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]