কোটা আন্দোলনের নামে বিএনপি-জামায়াত অরাজকতা চালাচ্ছে: আওয়ামী লীগ
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ১৯:১৪
কোটা আন্দোলনের নামে বিএনপি-জামায়াত অরাজকতা চালাচ্ছে: আওয়ামী লীগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কোটা আন্দোলনের নামে যারা বিশৃঙ্খলা করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের বিরোধী যুক্তরাষ্ট্রের হীন তৎপরতা রুখে দাঁড়াতে হবে। কারণ নির্বাচন বানচাল করতে না পেরে কোটা আন্দোলনের নামে হত্যা, অগ্নিসংযোগ, অরাজকতা চালাচ্ছে বিএনপি জামায়াত।


১৮ জুলাই, বৃহস্পতিবার বিকেলে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে মুক্তিযোদ্ধা-শ্রমিক-কর্মচারী-পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত মহাসমাবেশে যোগ দিয়ে আওয়ামী লীগ নেতারা এসব কথা বলেন।


মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, নির্বাচন বানচাল করতে না পেরে কোটা আন্দোলনের নামে হত্যা, অগ্নিসংযোগ, অরাজকতা চালাচ্ছে বিএনপি-জামায়াত।


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, যারা বিশৃঙ্খলা করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের বিরোধী যুক্তরাষ্ট্রের হীন তৎপরতা রুখে দাঁড়াতে হবে।


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেন, জীবন দিয়ে হলেও একাত্তরের প্রেতাত্মাদের প্রতিহত করা হবে। জাতির পিতাকে যারা অপমান করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা দরকার।


তিনি বলেন, মুক্তিযোদ্ধারা আপস করতে জানে না। একাত্তরের মতো প্রয়োজনে আবারও পরাজিত শক্তির বিরুদ্ধে যুদ্ধ করা হবে। যদি আলোচনা ব্যর্থ হয়, সদিচ্ছাকে দুর্বলতা মনে করে তাহলে মুক্তিযোদ্ধারা কঠোর কর্মসূচি দিবে।


শাজাহান খান বলেন, আমেরিকা আগেই বলেছে লাশের রাজনীতি। তাদের ষড়যন্ত্রে সুকৌশলে লাশ ফেলা হয়েছে। সবাইকে সজাগ থাকতে হবে।


বিবার্তা/সোহেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com