
সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, কিছু কথা আছে যা সবার মুখে শোভা পায় না। বরং নীরবে জানতে হয়, শুনতে হয়। বেগম জিয়ার সুচিকিৎসার বিষয়ে একটা সমাধানের পথ সময়ের ব্যবধানে বেরিয়ে আসবে বলেও তিনি মন্তব্য করেন। কেন এবার এমপি হতে পারেননি এমন প্রশ্নের জবাব না দিয়ে তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই কথাটি আজ নাইবা বললাম। নিরিবিলি একদিন কথা হবে। শুক্রবার তার গুলশানের বাসভবনে বিবার্তার সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। বিবার্তার জ্যেষ্ঠ প্রতিবেদক জাহিদ বিপ্লব সাক্ষাৎকারটি নিয়েছেন। বিবার্তার পাঠকদের কাছে সাক্ষাৎকারটি তুলে ধরা হলো-
বিবার্তা : দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কিছু বলুন।
রুহুল আমিন হাওলাদার : রাষ্ট্রের কিছু কিছু সমস্যা সবসময়ই থেকে আসছে। বাংলাদেশ একটি জনবহুল দেশ। জনবহুল দেশে বহু ধরনের সমস্যা থাকে। সেখানে সমাধানেরও পথ থাকে। যখন জাতীয় সমস্যা সৃষ্টি হয়, তখন যদি দ্রুত সমাধানের পথ খুঁজে বের করা হয় তাতে দেশ ও জাতি উপকৃত হয়। দেশ স্বাধীন হয়েছে ৫০ বছর। জাতি হিসেবে আমাদের বহু অর্জন হয়েছে। কিন্তু কিছু জাতীয় সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট সবাইকেই একযোগে এগিয়ে আসা উচিত। আমাদের (জাতীয় পার্টি) নয় বছরের একটি শাসনামল ছিলো। তখনও রাজনৈতিক প্রতিকূলতা ছিলো, বাঁধা-বিপত্তি ছিলো। তারমধ্যেও এরশাদের নেতৃত্বে জাতি হিসেবে বহুদূর এগিয়ে ছিলাম।