
ইংরেজি নববর্ষ ২০২২ উপলক্ষে দেশবাসী এবং পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত বাঙালিসহ বিশ্বের সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।
শুক্রবার (৩১ ডিসেম্বর) দলটির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা বলেন, বিদায়ী বছর ২০২১ ছিলো সমগ্র বিশ্বের জন্যই একটি ভয়াবহ ক্রান্তিকাল। করোনা দুর্যোগে সমগ্র বিশ্বেই চলছে নানা অস্থিরতা। প্রত্যাশা করি নতুন বছরে সকল অস্থিরতার অবসান হবে। করোনা মহামারি থেকে মুক্তি পাবে বিশ্ব।
নেতৃদ্বয় বলেন, ২০২১ বাঙ্গালি জাতির অহংকারের বছর। এই বছরই আমরা পালন করেছি স্বাধীনতার সুবর্ণজয়ন্তি। এই বাঙ্গালির এই অহঙ্কারের বছরে শপথ হোক দুর্নীতি মুক্ত, গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠার।
নেতৃদ্বয় বলেন, পুরানো বছরের সকল গ্লানি মুছে ফেলে নতুন বছরে সবার অনাবিল সুখ ও শান্তি কামনা করে সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠায় এবং গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তারা বলেন, নতুন বছর সবার জীবনের সকল প্রকার ব্যর্থতা ও গ্লানি মুছে দিবে এবং বয়ে আনবে অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি।
বিবার্তা/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]