শিরোনাম
তিন দফা দাবি নিয়ে জাসদের বিক্ষোভ
প্রকাশ : ০৫ আগস্ট ২০২১, ১৬:২০
তিন দফা দাবি নিয়ে জাসদের বিক্ষোভ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তিন দফা দাবি নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহযোগী শ্রমিক সংগঠনের নেতা-কর্মী। বৃহস্পতিবার (৫আগস্ট) সকাল ১০ টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা।


মানববন্ধনে বক্তারা তিন দফা দাবি তুলে ধরেন। দাবি গুলো হলো


১. শ্রমিকদের জীবন নিয়ে সরকার ও মালিকদের ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে।


২. প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের সকল শ্রমিকের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।


৩. সকল শ্রমিকদের করোনাভাইরাসের টিকা নিশ্চিত করতে হবে।


জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাসদের সহ-সভাপতি নুরুল আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, ওবায়দুর রহমান চুন্নু, ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, জাসদের আইন বিষয়ক সম্পাদক এড. মো. সেলিম, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, সহ-দফতর সম্পাদক মঞ্জুর হোসেন চমন, ঢাকা মহানগর শ্রমিক জোটের যুগ্ম সমন্বয়ক শেখ শাহনাজ, ওয়ারী থানা শ্রমিক জোটের সভাপতি সামিয়া চাঁদ জুই, পুস্তক বাঁধাই শ্রমিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাশিদুল হক ননী, ঢাকা মহানগর আবাসিক হোটেল শ্রমিক কর্মচারী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আকবল আলীসহ আরো অনেকে।


বিবার্তা/বিদ্যুৎ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com