শিরোনাম
রোজিনা ইসলামের মামলা প্রত্যাহারের দাবিতে সাবেক ছাত্রনেতাদের যৌথ বিবৃতি
প্রকাশ : ১৮ মে ২০২১, ১৬:২৫
রোজিনা ইসলামের মামলা প্রত্যাহারের দাবিতে সাবেক ছাত্রনেতাদের যৌথ বিবৃতি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

১১টি প্রগতীশীল ছাত্রসংগঠনের ১৮ জন সাবেক ছাত্রনেতা মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘন্টা আটক রেখে শারীরিক, মানষিক নির্যাতন-হয়রাণি, অফিশিয়াল সিক্রেসি এ্যাক্টে মামলা দায়ের, জামিনের শুনানি না করে জেল হাজতে প্রেরণের ঘটনার নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেছেন।


নেতৃবৃন্দ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাম্ভিক কর্মকর্তাদের বিধিবর্হিভুত বেআইনী কার্যক্রম জাতিকে স্তম্ভিত করেছে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলাম যে ধরনের মানষিক, শারীরিক নির্যাতনের মুখোমুখি হয়েছেন তা মুক্ত সাংবাদিকতা ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরীর ক্ষেত্রে বাধা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। করোনা কালে এবং করোনা পূর্বে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ঘিরে দুর্নীতির যে অপরাধী চক্র গড়ে উঠেছে তাদের বিরুদ্ধে রোজিনার অনুসন্ধানী প্রতিবেদনে ক্ষিপ্তরা ছাড়া, দেশের মানুষ গতকাল সাংবাদিক রোজিনা ইসলামের সাথে ঘটে যাওয়া ঘটনায় ক্ষুদ্ধ।


সাবেক ছাত্রনেতৃবৃন্দ, এ ন্যাক্কারজনক ঘটনার সাথে যুক্তদের বর্তমান দায়িত্ব থেকে অব্যহতি দিয়ে তদন্তপূর্বক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। নেতৃবৃন্দ, অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি এবং দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।


বিবৃতি দাতা ছাত্রনেতৃবৃন্দ হলেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি রফিকুল ইসলাম সুজন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি হাসান ইমাম রুবেল, বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) সাবেক সভাপতি শরিফুল কবির স্বপন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সামসুল আলম সজ্জন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাবেক সভাপতি খালেকুজ্জামান লিপন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি আবু নাসের অনিক, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) সাবেক সাধারণ সম্পাদক আলী হাসান তরুন, ছাত্র কেন্দ্রের সাবেক সভাপতি মহিউদ্দিন চৌধুরী লিটন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি মনির উদ্দীন পাপ্পু, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি মাহফুজুর রহমান সমুদ্র, জাতীয় ছাত্র ঐক্যের সাবেক সভাপতি জুয়েল আহমেদ খান, সমাজবাদী ছাত্র জোটের সাবেক সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মাসুম উদ্দীন, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন নাহিদ, বাংলাদেশ ছাত্র আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শুভাশিস সমাদ্দার শুভ, বাংলাদেশ ছাত্র সমিতির সাবেক সভাপতি মোস্তাক আহমেদ ও বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।


বিবার্তা/বিপ্লব/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com