শিরোনাম
ভাসমান শ্রমিকের ৮০ শতাংশই প্রণোদনা পাচ্ছে না : ফখরুল
প্রকাশ : ১১ মে ২০২১, ১৬:২৬
ভাসমান শ্রমিকের ৮০ শতাংশই প্রণোদনা পাচ্ছে না : ফখরুল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অর্থনীতিবিদদের হিসাব অনুযায়ী প্রায় ছয় কোটি মানুষ ভাসমান শ্রমিক। তাদের ৮০ শতাংশ বেকার। তাদের কোনো আয় নেই। তাদের অধিকাংশই প্রণোদনা পাচ্ছে না। প্রধানমন্ত্রী বারবার বলছেন, প্রণোদনা দেয়া হচ্ছে, আওয়ামী লীগও বলছে। কিন্তু আপনারা কোথায় প্রণোদনা দিচ্ছেন, কাদের দিচ্ছেন?


মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ফখরুল এসব কথা বলেন।


ফখরুল বলেন, আমরা বলেছিলাম তাদের কাছে নগদ টাকাটা পৌঁছানো হোক। এটা খুব কঠিন কাজ না। প্রত্যেকের এনআইডি কার্ড আছে, সেখানে আপনি ব্যবস্থা করে টাকাটা পৌঁছে দিতে পারতেন।


বিএনপি মহাসচিব বলেন, আপনারা ১০-১২ কোটি টাকা দিয়ে বলছেন, দিয়েছি। কেনো আপনি ১০ হাজার কোটি টাকা খরচ করছেন না? এরাই তো মানুষ, জনসংখ্যার এক দশমাংশ।


বিবার্তা/বিপ্লব/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com