
ঢাকা-মদিনা-ঢাকা রুটে আগামী ২ ফেব্রুয়ারি থেকে প্রতি রবিবার একটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সৌদিগামী যাত্রীদের উচ্চচাহিদা মোকাবিলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শফিকুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (এটাবি) অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা মদিনায় একটি অতিরিক্ত সাপ্তাহিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি।
সংগঠনটির সভাপতি আবদুস সালাম আরেফের নেতৃত্বে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের এক প্রতিনিধিদল এবং বিমানের মধ্যে জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]