জুলাই গণঅভ্যুত্থান দায়মুক্তি অধ্যাদেশের অনুমোদন
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১৯:২১
জুলাই গণঅভ্যুত্থান দায়মুক্তি অধ্যাদেশের অনুমোদন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে ‘জুলাই গণঅভ্যুত্থানের দায়মুক্তি অধ্যাদেশের’ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।


আইন উপদেষ্টা বলেন, জুলাই-আগস্টে রাজনৈতিক প্রতিরোধের ঘটনায় যেসব ফৌজদারি মামলা হয়েছে, সেগুলো সরকার প্রত্যাহার করবে। এ সংক্রান্ত নতুন করে কোন মামলা গ্রহণ করা হবে না। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোথাও মামলা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।


তবে ওই সময় ব্যক্তিগত বা সংকীর্ণ স্বার্থে কোনও হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকলে তার বিচার হবে বলে স্পষ্ট করেন অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, এ ধরনের অভিযোগ মানবাধিকার কমিশন তদন্ত করে প্রতিবেদন দেবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


এর আগে, গত ৮ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে আইন উপদেষ্টা জানান, ‘দায়মুক্তি অধ্যাদেশ’-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। জুলাই বিপ্লবের বীরদের ফ্যাসিস্ট সরকারের দোসরদের হাত থেকে সুরক্ষা দিতে এবং তাদের প্রতিরোধমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি দিতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।


পোস্টে ড. আসিফ নজরুল উল্লেখ করেন, জুলাইয়ের যোদ্ধারা জীবনবাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছেন। আন্দোলনের সময় তারা ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে যে প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়েছেন, তার জন্য তাদের দায়মুক্তি পাওয়ার অধিকার রয়েছে। তিনি বলেন, এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ এবং আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। উদাহরণ হিসেবে আরব বসন্তসহ বিভিন্ন দেশের গণঅভ্যুত্থানের পর বিপ্লবীদের সুরক্ষায় প্রণীত আইনের কথা তুলে ধরেন তিনি।


সংবিধান ও মুক্তিযোদ্ধাদের নজির উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তি আইন প্রণয়নের স্পষ্ট বৈধতা রয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের সুরক্ষার জন্যও অনুরূপ দায়মুক্তি আইন করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার জুলাই গণঅভ্যুত্থানের বীরদের সুরক্ষা দেবে রাষ্ট্র।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com