
সেন্টমার্টিন দ্বীপে কোনো কুকুর অনাহারে নেই বা অপুষ্টিতে ভুগছে—এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন, রিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) আয়োজিত ব্যবসায়িক কৌশলগত সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, সেন্টমার্টিন এখন অস্তিত্ব সংকটের মুখে রয়েছে। দ্বীপটির জীববৈচিত্র রক্ষা ও পুনরুদ্ধারই সরকারের প্রধান অগ্রাধিকার। সে কারণেই পর্যটন কার্যক্রম নিয়ন্ত্রণে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পর্যটকরা চাইলে স্থানীয় মানুষের সঙ্গে থেকে প্রকৃতি উপভোগ করতে পারেন। দ্বীপে বাইরে থেকে গিয়ে নতুন রিসোর্ট নির্মাণের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
সেন্টমার্টিনের সামাজিক ও পরিবেশগত পরিস্থিতি তুলে ধরে উপদেষ্টা বলেন, দ্বীপে কোনো কুকুর অনাহারে নেই বা অপুষ্টিতে ভুগছে—এমন তথ্য সঠিক নয়। বরং দ্বীপের প্রকৃতি ও বাস্তুতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
সরকারের এই অবস্থানের মাধ্যমে সেন্টমার্টিনকে দীর্ঘমেয়াদে টেকসই ও পরিবেশবান্ধবভাবে সংরক্ষণের বার্তা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]