দেশে আইপিএল সম্প্রচারের বিষয়ে পদক্ষেপ নেবে সরকার: তথ্য উপদেষ্টা
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১৩:১৪
দেশে আইপিএল সম্প্রচারের বিষয়ে পদক্ষেপ নেবে সরকার: তথ্য উপদেষ্টা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আইনগত ভিত্তি যাচাই-বাছাই করে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচারের বিষয়ে সরকার পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।


রবিবার (৪ জানুয়ারি) সচিবালয়ে বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।


২০১৬ সাল থেকেই আইপিএলের নিয়মিত মুখ বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। খেলেছেন একাধিক ফ্র্যাঞ্চাইজিতে। পাঁচটি দলের হয়ে আইপিএলের আট মৌসুম মাঠে নেমেছেন তিনি।


আইপিএলের এবারের আসরে বাংলাদেশিদের মধ্যে রেকর্ড দামে দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। ৯.২ কোটি রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।


তবে মোস্তাফিজকে কলকাতা দলে ভেড়ানোর পর থেকেই উগ্র হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন তাকে বাদ দিতে আন্দোলন শুরু করে। চাপের মুখে পড়ে মোস্তাফিজকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় দেশটির ক্রিকেট বোর্ড। পরে দল থেকে মোস্তাফিজকে সরিয়ে দেয় কলকাতা।


এমন সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন ক্রিকেট ভক্তরা। বিষয়টি নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আসিফ নজরুলও। তিনি বাংলাদেশে আইপিএলের খেলা সম্প্রচার বন্ধের পদক্ষেপ নিতে তথ্য উপদেষ্টাকে অনুরোধ জানান। এছাড়া বাংলাদেশের বিশ্বকাপের খেলাগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানাতে বিসিবিকে নির্দেশনাও দেন।


রবিবার বিএসআরএফ সংলাপে মোস্তাফিজুর রহমানকে আইপিলে দল থেকে বাদ দেওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘খেলার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে, কোন যুক্তিতে ক্রিকেটার মোস্তাফিজকে নিষেধ করা হয়েছে আইনগত ভিত্তি যাচাই-বাছাই করে আইপিএল সম্প্রচারের বিষয়ে পদক্ষেপ নেবে সরকার।’


সংলাপে ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, নির্বাচনের পরিবেশ নেই এমন অভিযোগ কোনো রাজনৈতিক দল করছে না। এখন পর্যন্ত পরিবেশ গ্রহণযোগ্য আছে।


আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, ‘নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে, বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com