
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা আজ সন্ধ্যা ৬টায়। আর তফসিল ঘোষণা কেন্দ্র করে নির্বাচন ভবনের জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে দেখা যায়, কমিশন ভবনের সামনের রাস্তায় চলাচল সীমিত করা হয়েছে৷ লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে ভবনে সামনের অংশ৷
এছাড়া প্রধান সড়ক থেকেই কমিশনে প্রবেশে কড়াকড়ি দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে৷ পরিচয় নিশ্চিত হওয়া ছাড়া ঢুকতে দেয়া হচ্ছে না ভবনে৷
এদিকে, সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি গণমাধ্যমে প্রচারিত হবে তফসিলের ঘোষণা৷ তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন৷
তফসিলে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ, মনোনয়নপত্র উত্তোলন, জমা, প্রত্যাহারের তারিখ জানা যাবে৷
এছাড়া তফসিলে প্রার্থীদের আচরণবিধি, ভোটারের উদ্দেশ্যে দিক নির্দেশনাসহ নানা বিষয় উঠে আসবে ৷
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]