শিরোনাম
বাংলাদেশকে সাড়ে ৫ লাখ টিকা দিলো মালয়েশিয়া
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২১, ১৭:৪৪
বাংলাদেশকে সাড়ে ৫ লাখ টিকা দিলো মালয়েশিয়া
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশকে পাঁচ লাখ ৫৯ হাজার ২০০ ডোজ অ্যাস্ট্রেজেনেকার টিকা উপহার দিয়েছে মালয়েশিয়া। মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত হাজনা মো. হাশিম পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে টিকাগুলো হস্তান্তর করেন।


এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় টিকা উপহার দেয়া উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন- পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।


টিকা গ্রহণ শেষে ড. মোমেন বলেন, ‘মালয়েশিয়া আমাদের খুব ভালো বন্ধু। আমাদের প্রয়োজনের সময়ে মালয়েশিয়া আমাদের সাড়ে ৫ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েছে। এ টিকা আমাদের প্রয়োজন বেশি। আমাদের দু’দেশের সম্পর্ক সামনে আরো ভালো হবে। মালয়েশিয়া আমাদের অনেক বড় শ্রমবাজার। করোনার মধ্যেও তারা আমাদের কর্মীদের রেখেছে। আমাদের কর্মীরা দেশটিতে অবদান রাখছে। তারা সেখান থেকে দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছে।’


রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়া বাংলাদেশের পক্ষে আওয়াজ তুলেছে উল্লেখ করে মোমেন বলেন, ‘মালয়েশিয়া রোহিঙ্গা ইস্যুতে আওয়াজ তুলেছে। আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মালয়েশিয়া এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’


মালয়েশিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘সবার জন্য টিকার সমতা নিশ্চিত করা উচিত। টিকার আওতায় এনে সবাইকে নিরাপদ রাখতে হবে। সবার জন্য টিকা নিশ্চিত করা না গেলে কেউই নিরাপদ না। আশা করছি, টিকার এ সহযোগিতায় বাংলাদেশ উপকৃত হবে।’


এ সময় পররাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়রে প্রশংসা করে বলেন, ‘আমরা ভালো করছি। টিকা নিয়ে আমাদের আর কোনো সমস্যা নেই। পর্যাপ্ত টিকা আসছে। আমাদের সঙ্গে সিনোফার্মের যৌথভাবে টিকা উৎপাদনও শুরু হয়ে যাবে।’


বিবার্তা/আশিক

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com