শিরোনাম
উত্তরে
বছরের শুরুতেই শৈত্যপ্রবাহের পূর্বাভাস
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ১১:৪৩
বছরের শুরুতেই শৈত্যপ্রবাহের পূর্বাভাস
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নতুন বছরের শুরুতেই উত্তরের কিছু কিছু স্থানের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, আবহাওয়ার পূর্বাভাসের এ কথা জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন।


শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে তিনি এ পূর্বাভাসের কথা জানান।


দিনাজপুরসহ উত্তরাঞ্চলেই এখন ঘন কুয়াশা আর তীব্র শীত। ঠাণ্ডা থেকে রক্ষায় আগুন জ্বালানোসহ নানা উপায় খুঁজছেন নিম্ন আয়ের মানুষ।


আবহাওয়া কর্মকর্তা তোফাজ্জাল হোসেন জানান, দিনাজপুরে শুক্রবার সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১১.৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আদ্রতা ৯৫ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৬ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ঘণ্টায় ৮-১২ কিলোমিটার পর্যন্ত উন্নীত হয়েছে।


এছাড়াও, সৈয়দপুর ১০.৮, রংপুর ১১.৬, শ্রীমঙ্গল ১১.০, ডিমলায় ১১.০, রাজারহাট ৯.৪, যশোর ১২.৬, রাজশাহী ১৩.৮, তেঁতুলিয়ায় ৮.৪, ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮.৪ ডিগ্রি সেলসিয়াস।


বিবার্তা/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com