
দেশে করোনার আফ্রিকান ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ আক্রান্ত হয়েছেন আরো তিনজন। এ নিয়ে ‘ওমিক্রন’ আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ জনে। শুক্রবার (৩১ ডিসেম্বর) গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির তথ্য বলছে, নতুন আক্রান্ত তিনজনই ঢাকার বাসিন্দা। এদের মধ্যে একজন ৬৫ বছর বয়সী পুরুষ এবং ৪৯ ও ৬৫ বছর বয়সী দুইজন নারী রয়েছেন।
দেশে প্রথম দুইজনের শরীরে ওমিক্রন ধরা পড়ে গত ১১ ডিসেম্বর। আক্রান্তরা জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের দুই সদস্য।তবে তারা সুস্থ আছেন। এর আগে গত ২৮ ডিসেম্বর ৪ জনের শরীরে ওমিক্রন ধরা পড়ে। তার আগের দিন একজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়।
বিবার্তা ডেস্ক
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]