শিরোনাম
বিমানের সৈয়দপুর-কক্সবাজার রুটে ফ্লাইট শুরু ৭ অক্টোবর
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২১:০৭
বিমানের সৈয়দপুর-কক্সবাজার রুটে ফ্লাইট শুরু ৭ অক্টোবর
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে ৭ অক্টোবর থেকে সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও শনিবার এ রুটে ফ্লাইট চলবে।


মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান। তবে এ রুটে যাত্রীদের কত টাকা ভাড়া দিতে হবে সে বিষয়ে জানানো হয়নি।


বিমান জানিয়েছে, সপ্তাহের প্রতি বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে (বিজি৫৯২) সৈয়দপুর থেকে সরাসরি কক্সবাজার যাবে বিমানের ফ্লাইট। প্রতি শনিবার দুপুর ১টা ২৫ মিনিটে কক্সবাজার থেকে সরাসরি সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে ফ্লাইট। এ রুটে কোন ধরনের উড়োজাহাজ ব্যবহৃত হবে তাও জানায়নি বিমান।


বিমান জানিয়েছে, বিমানের যেকোনও সেলস্ অফিস এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে এ রুটের টিকেট ক্রয় করা যাবে। যাত্রীদের জন্য সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর ও দিনাজপুর শহর এবং রংপুর ও দিনাজপুর শহর থেকে সৈয়দপুর বিমানবন্দর পর্যন্ত বিনামূল্যে এসি কোচ সার্ভিস চালু থাকবে।


বিবার্তা/আরকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com