শিরোনাম
‘প্রধানমন্ত্রী প্রবাসী কর্মীদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল’
প্রকাশ : ২৪ জুন ২০২১, ২০:৩৯
‘প্রধানমন্ত্রী প্রবাসী কর্মীদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলছেন, ‘প্রধানমন্ত্রী প্রবাসী কর্মীদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। তিনি সব সময় তাদের কল্যাণের কথা চিন্তা করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হোটেল কোয়ারেন্টাইন বাবদ ২৫ হাজার করে টাকা দেয়া হচ্ছে। যা সৌদি আরবগামী কর্মীদের হোটেল কোয়ারেন্টাইন খরচ বহনে সহায়ক হবে।’


বৃহস্পতিবার (২৪ জুন) ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে সৌদি আরবে হোটেল কোয়ারেন্টাইন খরচ বাবদ বিশেষ আর্থিক সহায়তা দেয়ার অনুষ্ঠানে এ তথ্য জানান মন্ত্রী।


প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘প্রবাসী কর্মীদের ভ্যাকসিন দেয়া সংক্রান্ত সমস্যা আগামী এক মাসের মধ্যে সমাধান হওয়ার সম্ভাবনা আছে। সরকারের সদিচ্ছার অভাব নেই। আমরা প্রতিনিয়ত এ ব্যাপারে কাজ করছি। প্রবাসী কর্মীরা যাতে সহজে কর্মস্থলে ফিরতে পারে, সেজন্য সিঙ্গেল টিকার ডোজ আনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে বলা হয়েছে।’


তিনি বলেন, ‘সৌদি কর্তৃপক্ষ চায়নিজ ভ্যাকসিন গ্রহণ করতে রাজি না। আমরা কিন্তু এরইমধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিয়েছি। আমি এটা নিয়ে সৌদিতে আমাদের রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ করেছি। গতকালও কথা বলেছি। আমরা চেষ্টা করছি, সৌদি যেন চাইনিজ ভ্যাকসিনটা গ্রহণ করে। এটা তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনপ্রাপ্ত। প্রবাসগামীদের ক্ষেত্রে যে সমস্যা, এটার সমাধান দিতে পারে একটি টিকা, সেটা হলো—জনসন অ্যান্ড জনসন। এটার এক ডোজ নিলেই চলবে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি, যত তাড়াতাড়ি সম্ভব যেন জনসন অ্যান্ড জনসনের টিকা আনা যায়।’


অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, ‘যেসব বিদেশগামী কর্মীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তারা যাতে পাসপোর্টের কপি অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে পাওয়া স্মার্ট কার্ড দিয়ে আগামী সপ্তাহ থেকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারেন, সেজন্য মন্ত্রণালয় কাজ করছে।’


পরে ওয়েজ অর্নার্স কল্যাণ বোর্ড সৌদি প্রবাসীদের হোটেল কোয়ারেন্টাইন খরচ বাবদ ২২ কর্মীর মনোনীত প্রতিনিধির প্রত্যেককে ২৫ হাজার টাকার চেক দেয়।


ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন—জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচারক মো. শহীদুল আলম, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হক ও বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. বিল্লাল হোসেন প্রমুখ।


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com