শিরোনাম
‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’
প্রকাশ : ২৪ জুন ২০২১, ১৮:৪২
‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এ লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করছি। অনেকেই মনে করেন, খাদ্যশষ্যর মজুদ কমেছে। তাদের ধারণা ঠিক নয়। পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। মজুদ আরো বাড়ানো হবে।’


বৃহস্পতিবার (২৪ জুন) খাদ্য ভবনের সভাকক্ষে ‘বরিশাল স্টিল সাইলো নির্মাণ ও অনলাইন ফুড স্টক মনিটরিং সিস্টেম ক্রয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


খাদ্যমন্ত্রী বলেন, ‘উন্নত বাংলাদেশ গঠনের যে কার্যক্রম চলছে, তার সঙ্গে সঙ্গতি রেখে খাদ্য মন্ত্রণালয়ের কার্যক্রমকেও আধুনিক ও সময়োপয়োগী করা হচ্ছে। আঞ্চলিক খাদ্য কার্যালয়, জেলা কর্যালয়, উপজেলা কর্যালয়সহ খাদ্য গুদামগুলো অনলাইন মনিটরিংয়ের আওতায় আসলে খাদ্য বিভাগের কার্যক্রমে আরো স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।’


তিনি আরো বলেন, ‘২০২৫ সালের মধ্যে খাদ্যের মজুদ যাতে বেশি করা যায়, সে লক্ষ্যে স্টিল সাইলো নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে ময়মনসিংহ, আশুগঞ্জ ও মধুপুর সাইলোর নির্মাণ কাজ শেষের পথে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এগুলো হস্তান্তর হবে। আরো পাঁচটি স্টিল সাইলো নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে। এসব সাইলোতে কীটনাশক ব্যবহার না করে অত্যাধুনিক কুলিং সিস্টেমে খাদ্যশস্য সংরক্ষণ করা হবে। এতে দুই বছর পর্যন্ত খাদ্যশস্যের পুষ্টিমান অক্ষুন্ন থাকবে।’


সাধন চন্দ্র মজুমদার জানান, কৃষিপণ্যর ন্যায্যমূল্য নিশ্চিত করতে সারা দেশে ২০০ পেডি সাইলো নির্মাণের পরিকল্পনা আছে। সম্প্রতি ৩০টির অনুমোদন পাওয়া গেছে। এগুলো নির্মাণ করা হলে প্রান্তিক কৃষক সহজেই ধান সরবরাহ করতে পারবেন। ২৪ শতাংশ ময়েশ্চারাইজার থাকলেও কৃষকের ধান নেয়া সম্ভব হবে। স্টিল সাইলোতে পরে সে ধান প্রক্রিয়াকরণ করে উন্নত চাল পাওয়া সম্ভব হবে।


খাদ্য অধিদফতরের মহাপরিচালক শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। আরো বক্তব্য রাখেন বেক্সিমকো কম্পিউটার্স লিমিটেডের সিনিয়র অ্যাডভাইজর সামিরা জুবেরী হিমিকা ও কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের ভাইস চেয়ারম্যান ইকরাম উদ্দিন।


পরে খাদ্য অধিদফতরের সঙ্গে বেক্সিমকো কম্পিউটার্স লিমিটেডের চুক্তি স্বাক্ষর হয়। এ চুক্তির আওতায় বেক্সিমকো কম্পিউটার্স খাদ্য অধিদপ্তরের ৬৪ জেলায় ১ হাজার ২০০ সাইটে অনলাইন কানেক্টিভিটি নিশ্চিত করবে। এর মাধ্যমে অনলাইন মনিটরিং সম্ভব হবে এবং খাদ্য অধিদফতরের ৩৫ হাজার জনবলকে প্রশিক্ষণের মাধ্যমে আইটিতে দক্ষ করা হবে। অধিদফতরের সঙ্গে কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও জিএসআই ইউএসএ জেভির চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির শর্ত অনুসারে তারা বরিশাল স্টিল সাইলো নির্মাণ করবে। ৪৮ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার এ সাইলো মজুদ বৃদ্ধির পাশাপাশি খাদ্যের গুণগত মান ও পুষ্টি মান বজায় রাখতে ভূমিকা রাখবে।


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com