শিরোনাম
গার্ড অব অনারে নারী কর্মকর্তা নয়
সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্বেগ
প্রকাশ : ১৪ জুন ২০২১, ২০:০৮
সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্বেগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির কর্তৃক নারী কর্মকর্তাদের নিয়ে 'গার্ড অব অনার' না দেয়ার প্রস্তাব গ্রহণ করায় বিস্ময় ও উদ্ধেগ প্রকাশ করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট।


সোমবার (১৪ জুন) সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস ও সাধারণ সম্পাদক হাসান আরিফ এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করা হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয় ‘গার্ড অব অনার ’ কোনো ধর্মীয় বিষয় নয়, রাষ্ট্রের বিশেষ অনুষ্ঠানের কর্মধারার অংশ মাএ। আমাদের সংবিধানে নারী পুরুষ সমানাধিকার কথা উল্লেখ থাকা সত্বেও সংদীয় কমিটির এ ধরনের বিভাজন গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এ ধরনের আত্মঘাতী উদ্যোগ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানায়।


এছাড়াও বিজ্ঞপ্তিতে সমসাময়িক ঘটনা উল্লেখ করে বলা হয়, সংস্কৃতিচর্চাসহ সমাজের বিভিন্নস্তরে নারীর উপর জবরদস্তিমূলক পাশবিক নিযার্তনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।


সম্প্রতি অভিনেএী পরিমনির উপর নিযার্তন এবং মুনিয়া হত্যাকান্ডসহ নারীর উপর হওয়া অপরাধ অপকর্মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।


বিবার্তা/মুন্নি/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com