শিরোনাম
এফডিএসআর স্টুডেন্টস উইংয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ : ১০ জুন ২০২১, ২০:১০
এফডিএসআর স্টুডেন্টস উইংয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এফডিএসআর এর সহযোগী সংগঠন এফডিএসআর স্টুডেন্টস উইংয়ের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ঢাকা ও চট্টগ্রামসহ সারাদেশে বৃহস্পতিবার সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।


এফডিএসআর স্টুডেন্টস উইং ২০২০ সালের ১১ জুন যাত্রা শুরু করে। বাংলাদেশের গণমানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার পাশাপাশি ডাক্তারদের বিরুদ্ধে সংঘঠিত নানা অনিয়ম, অন্যায় রুখতে এফডিএসআর যেমন সদা সোচ্চার রয়েছে, তারই ধারাবাহিকতায় এফডিএসআর স্টুডেন্টস উইং কাজ করে যাচ্ছে বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থীদের পক্ষে।


বাংলাদেশে একটি কার্যকর মেডিকেল শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টার পাশাপাশি রুখে দিচ্ছে তাদের সাথে হওয়া অন্যায় অনিয়মকে। মেডিকেল শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে যাওয়া সংগঠনটি আজ বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থীদের কাছে এক আস্থার জায়গায় পরিণত হয়েছে। গত এক বছরে সাফল্যমণ্ডিত নানা কাজ করে প্রশংসার দাবিদার হয়েছে সংগঠনটি। বাংলাদেশের ৮২ টি সরকারি বেসরকারি মেডিকেল কলেজে তাদের প্রতিনিধি দল রয়েছে।


বিবার্তা/বিজ্ঞপ্তি/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com