কণ্ঠশিল্পী মমতাজের চার বাড়িসহ পূর্বাচলের প্লট জব্দ
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১৬:১৮
কণ্ঠশিল্পী মমতাজের চার বাড়িসহ পূর্বাচলের প্লট জব্দ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের নামে থাকা চারটি বাড়ি ও একটি প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত।


মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।


জব্দ করা সম্পত্তির মধ্যে মহাখালী ডিওএইচএসের ৫ তলা বাড়ি, মানিকগঞ্জের সিংগাইরের দুই তলা বিশিষ্ট দুটি বাড়ি, মানিকগঞ্জ সদরের চার তলা একটি বাড়ি, পূর্বাচলের ৯ কাঠা, মানিকগঞ্জে ৫ শতাংশ, সিংগাইরের ৭ শতাংশ ও ৪১২ দশমিক ৫১ শতাংশ জমি রয়েছে।


সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।


এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম এ আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, মমতাজ বেগম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান চলমান থাকাবস্থায় স্থাবর সম্পদ জব্দ করা একান্ত প্রয়োজন।


উল্লেখ্য, গত বছরের ১৩ মে রাত পৌনে ১২ টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com