
চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করা ও গণহত্যায় মদদ দেয়ার অভিযোগে দেশের ২৫ শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দাখিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অভিযোগ আমলে নিয়েছে প্রসিকিউশন কার্যালয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ২২ জুলাই গণভবনে দেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। ওই বৈঠকে ছিলেন নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার ও এস আলমের সাইফুল আলমসহ দেশের শীর্ষ পর্যায়ের ব্যবসায়ীরা। তাদের বিরুদ্ধে গণহত্যায় মদদ দেয়ার অভিযোগ আনা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেন, এসব ব্যবসায়ী এখনও আওয়ামী লীগকে অর্থের যোগান দিচ্ছে। তদন্ত করে অবিলম্বে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ গ্রহণ করে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করার কথা জানিয়েছে প্রসিকিউশন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]