
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ‘মব’ করে আইনজীবী নাঈম কিবরিয়া হত্যা মামলার প্রধান আসামি জোবায়ের হোসেন পাপ্পুকে গ্রেফতার করেছে র্যাব-১।
গতকাল রবিবার রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন আসামি জোবায়ের।
এতে বলা হয়, আইনজীবী নাঈম কিবরিয়া গত ১৭ ডিসেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে তার আত্মীয় রাকিবুল ইসলামের বাসায় বেড়াতে যান। ৩১ ডিসেম্বর রাত ৯টার দিকে আত্মীয়ের ব্যবসায়িক অংশীদার মোতালেব মিয়ার প্রাইভেটকার নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় ঘুরতে বের হন। এ সময় বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে তর্ক-বির্তক হয়। এ সময় অন্য মোটরসাইকেলে থাকা কিছু লোক নাঈমকে নামিয়ে বেধড়ক মারধর করে। রাতেই তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় ভাটারা থানায় মামলা হয়।।
এদিকে নাঈম কিবরিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন ঢাকার আইনজীবীরা। গতকাল পুরান ঢাকার ঢাকা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে সচেতন আইনজীবী সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]