
অবসরের তিন বছরের আগে সরকারি কর্মকর্তাদের নির্বাচনে অংশ নেওয়া নিষেধ—আরপিও-র এই বিধান বহাল রেখেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত একটি রিট আবেদন বুধবার (২৪ ডিসেম্বর) খারিজ করে দেন বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের বেঞ্চ। এর ফলে সরকারি চাকরি ছাড়ার পরপরই কেউ আর জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
আরপিও'র ১২(১)(সি)(এফ) বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ডা. আবু মো. মোফাখ খারুল ইসলাম। জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে চান এমন নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন তিনি।
এনসিপির আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাকিব জানান, রিট আবেদনটি 'প্রি-ম্যাচিউরড' বা অপরিপক্ক হওয়ায় আদালত তা কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।
আদালতের যুক্তি তুলে ধরে তিনি বলেন, 'যিনি রিট করেছেন তিনি এখনো কোনো প্রার্থী নন। এছাড়া তিনি চুক্তিভিত্তিক চাকরি করতেন। আরপিও'র সংশ্লিষ্ট বিধানে বলা আছে, যিনি চুক্তিভিত্তিক চাকরি করেন, তিনিও তিন বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত নির্বাচন করতে পারবেন না।'
আরপিও'র ১২(১)(সি)(এফ) ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে এই রিট করেছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. আবু মো. মোফাখ খারুল ইসলাম। তিনি জানান, অর্থপেডিক বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে চাকরিরত অবস্থায় গত ২০ ডিসেম্বর তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছেন এবং আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। কিন্তু আরপিও'র ওই ধারার কারণে তিনি বাধার সম্মুখীন হচ্ছেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে এনসিপির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নাজমুস সাকিব, তাকে সহায়তা করেন অ্যাডভোকেট মেরি আকতার ও আশরাফি সানজিদা।
উল্লেখ্য, আরপিও'র ১২(১)(সি)(এফ) ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী অবসরের তিন বছরের মধ্যে কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]