
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসননের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় দুর্বৃত্তদের ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নানকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত এই আদেশ দেন।
এর আগে, আসামিকে আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক সামিম হাসান।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) শামসুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। তবে এদিন আসামিপক্ষের কোন আইনজীবী ছিল না। শুনানি শেষে আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ১২ ডিসেম্বর দুপুর ২টা ২৪ মিনিটে পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোডের সামনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। বর্তমানে মুমূর্ষ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা পর্যালোচনায় দেখা যায়, শরিফ ওসমান হাদি ও একজন ব্যক্তি ব্যাটারিচালিত অটোরিক্সায় যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলে হেলমেটপরা অজ্ঞাতনামা দুইজন সন্ত্রাসী ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। গুলিতে ওসমান হাদি গুরুতর জখম পান৷ ক্যামেরার ভিডিও ফুটেজের মাধ্যমে র্যাব-২ যাচাই করে মোটরসাইকেলের মালিক আসামি মো. আব্দুল হান্নানের বিষয়ে জানতে পারে। ওই ঘটনার মামলা প্রক্রিয়াধীন। আসামিকে ঘটনায় জড়িত থাকায় সন্দেহে ফৌজদারী কার্যবিধি আইনের ৫৪ ধারায় গ্রেপ্তার করি। ঘটনায় জড়িত থাকার বিষয়ে যাচাইবাছাই অব্যাহত আছে। তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত আসামিকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তীতে পুলিশ রিমান্ডের প্রয়োজন হতে পারে। আসামি জামিন পেলে স্থায়ীভাবে পলাতক হওয়ার সম্ভাবনা আছে।
এর আগে, গত ১৩ ডিসেম্বর মো. আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মোটরসাইকেলটি নিজের বলে স্বীকার করেছেন।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]