
কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (২ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
এর আগে সোমবার (১ ডিসেম্বর) তার বিরুদ্ধে দুই জন সাক্ষ্য দেন। এ মামলায় ইনুর বিরুদ্ধে ৬ জন হত্যাসহ মোট ৮টি অভিযোগ আনা হয়েছে।
এদিকে, আশুলিয়ায় ৭ জনকে হত্যা ও ৬ মরদেহ পোড়ানোর মামলায় জবানবন্দি দিচ্ছেন মামলার ২৪তম সাক্ষী তদন্ত কর্মকর্তা জানে আলম খান।
এ মামলায় মোট আসামি ১৬ জন। এর মধ্যে সাবেক এমপি সাইফুল ইসলামসহ ৮ জন পলাতক, আর গ্রেফতার আছেন ৮ জন। অন্যদিকে, ট্রাইব্যুনাল-১ এ জুলাই অভ্যুত্থানকালীন রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং ২ জনকে হত্যার ঘটনায় সাক্ষ্যগ্রহণ চলছে।
এ মামলার একমাত্র গ্রেফতার আসামি চঞ্চল চন্দ্র সরকারকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি ৪ আসামি পলাতক।গত ১৮ সেপ্টেম্বর হাবিবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]