
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৩ নেতা-কর্মীকে গ্রেফতারের তথ্য দিয়েছে পুলিশ।
১৩ নভেম্বর, বৃহস্পতিবার ডিএমপির পাঠানো এক বার্তায় ঢাকার বিভিন্ন এলাকা থেকে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতারের তথ্য জানানো হয়েছে।
ডিএমপি বলছে, গ্রেফতাররা ‘নাশকতার চেষ্টা চালিয়েছেন ও ঝটিকা মিছিলের’ সঙ্গে জড়িত আছেন। তবে তাদের বিস্তারিত নাম-পরিচয় জানানো হয়নি।
পুলিশ জানায়, গ্রেপ্তাররা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ঢাকা লকডাউনের কর্মসূচি সফল করতে জড়ো হয়েছিল। একইসঙ্গে তাদের নাশকতা করার পরিকল্পনা ছিল। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগাম তথ্য পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বৃহস্পতিবার ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। তাদের ঘোষিত বিক্ষোভ কর্মসূচির মধ্যে গত কয়েক দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বোমাবাজি এবং যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এমন প্রেক্ষাপটে ঢাকাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের মধ্যে বৃহস্পতিবার দলটির ৪৩ নেতাকর্মীকে গ্রেফতারের তথ্য দিল পুলিশ।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]