
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ ।
সোমবার (১০ নভেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
তবে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার হাইকোর্টের জামিন আদেশের লিখিত কপি হাতে পাওয়ার তার জামিন বিষয়ে সিদ্ধান্ত দেয়ার কথা জানিয়েছেন আপিল বিভাগ।
এসময় আপিল বিভাগ বলেন, হাইকোর্টের জামিনের তো লিখিত আদেশ প্রকাশ হয়নি। কিসের ভিত্তিতে জামিন স্থগিত চেয়ে আবেদন করলো রাষ্ট্রপক্ষ।
জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টে জামিন পেয়ে অনেকে সঙ্গে সঙ্গে কারামুক্ত হন। সে কারণেই সাথে সাথে তাই আসতে হয় রাষ্ট্রকে। এসময় লতিফ সিদ্দিকীর জামিন স্থগিতের আবেদন প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপক্ষ। তবে পান্নার বিষয়ে ১ সপ্তাহ পর শুনানি হওয়ার কথা রয়েছে।
পরে লতিফ সিদ্দিকী বলেন, বিচার বিভাগের উপর তাদের আস্থা সব সময় ছিলো এখনও আছে।
গত ৬ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে জামিন দেন হাইকোর্ট। পরে তা স্থগিত চেয়ে চেম্বার আদালতে যায় রাষ্ট্র।
গত ২৯ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্জনসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারিক আদালত।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]