গুম ও হত্যা মামলায় আসামিপক্ষ থেকে সরে দাঁড়ালেন আইনজীবী সরোয়ার
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১২:৪৯
গুম ও হত্যা মামলায় আসামিপক্ষ থেকে সরে দাঁড়ালেন আইনজীবী সরোয়ার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পেশাগত অসদাচরণ এড়াতে আনুষ্ঠানিকভাবে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গুমের দুই মামলা ও রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবীর তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ব্যারিস্টার এম. সরোয়ার।


রবিবার (৯ নভেম্বর) ট্রাইব্যুনাল ১-এ ওকালতনামা প্রত্যাহারের আবেদন করেন তিনি।


গুমের দুই মামলায় জমা দেয়া সরোয়ারসহ পাঁচজনের ওকালত বাতিল করে নতুন করে ওকালতনামা জমা দেয়ার পরামর্শ দেন ট্রাইব্যুনাল।


পরে ব্যারিস্টার সরোয়ার জানান, নিজের গুমের ঘটনায় একটি অভিযোগ প্রসিকিউশনে জমা দিয়েছিলেন তিনি। সেই অভিযোগে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তার নাম রয়েছে। তাই তিনি স্বার্থের দ্বন্দ্ব থাকায় তাদের পক্ষের আইনজীবী থেকে প্রত্যাহার করেন।


এর আগে চলতি বছরের ২১ অক্টোবর গুমের দুই মামলায় সাবেক ১৩ জন ও রামপুরায় ২৮ জনকে হত্যায় ২ জন সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান আদালত।


উল্লেখ্য, গত ২৩ অক্টোবর আওয়ামী লীগ শাসনামলে হত্যা-গুম-নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের তিন মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি ১৫ সেনা কর্মকর্তার আইনজীবী প্যানেল থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন ব্যারিস্টার এম সরোয়ার হোসেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com