
আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার তদন্ত প্রায় শেষ হয়েছে, দ্রুতই চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন র্যাব। এছাড়া, নরসিংদীর রায়পুরায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ ৮ জনকে গ্রেফতার করেছে সংস্থাটি।
শনিবার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
তিনি জানান, কখনও পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র নিয়ে এসে আবার কখনও অস্ত্র বানানোর কারিগরকে নিজ এলাকায় নিয়ে এসে অস্ত্র তৈরি করে, আবার সেই অস্ত্র দিয়ে আধিপত্য বিস্তার করতে সংঘর্ষে জড়ান কিছু ব্যক্তি। এমন ঘটনা ঘটছে নরসিংদীর রায়পুরায় এলাকায়।
র্যাব অধিনায়ক আরও জানান, গত কয়েক মাসে এসব সংঘর্ষে ৫ জন নিহত ও প্রায় ৫০ জনের মত আহত হয়েছেন। এছাড়াও নরসিংদীর কিছু এলাকা চরাঞ্চল হওয়া অপরাধীরা অপরাধ কর্মকাণ্ড শেষে সেখানেই পালিয়ে থাকে।
এসব ঘটনায় জড়িত আটজনকে গ্রেফতার করেছে র্যাব-১১। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২টি বিদেশি পিস্তল, ৫টি একনলা বন্দুক, ১টি দুনলা বন্দুক, ২টি এলজি, ১টি পাইপগান, ৩টি ম্যাগাজিন ও ৩৫ রাউন্ড গুলি।
আলোচিত ত্বকী হত্যাকাণ্ডে বিষয়ে জানতে চাইলে র্যাব জানায়, মামলার তদন্ত শেষ করেছেন তারা। দ্রুতই চার্জশিট দেয়া হবে। এছাড়াও নরসিংদী এসব ঘটনায় জড়িতদের ধরতে কাজ চলছে বলেও জানান র্যাব-১১ অধিনায়ক।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]