আটলান্টিক মহাসাগরে তেলবাহী ট্যাংকার ঘিরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১৯:২০
আটলান্টিক মহাসাগরে তেলবাহী ট্যাংকার ঘিরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আটলান্টিক মহাসাগরে যুক্তরাষ্ট্রের বাহিনীর তাড়া খাওয়া একটি তেলবাহী ট্যাংকারকে পাহারা দিতে রাশিয়া সাবমেরিনসহ নৌযান মোতায়েন করেছে। এতে করে আটলান্টিক মহাসাগরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা। জানা গেছে, মার্কিন নিষেধাজ্ঞা ভঙ্গ করে ইরানি তেল পরিবহনের অভিযোগ থাকা জাহাজটি বর্তমানে অবস্থান করছে আইসল্যান্ড ও ব্রিটিশ দ্বীপপুঞ্জের মধ্যবর্তী আন্তর্জাতিক জলসীমায়।


জাহাজটির আগের নাম ছিল ‘বেলা–১’। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘মারিনেরা’। এটি গায়ানা থেকে রাশিয়ার পতাকায় পুনঃনিবন্ধিত হয়েছে। অতীতে জাহাজটি ভেনেজুয়েলার অপরিশোধিত তেল পরিবহন করলেও বর্তমানে এটি খালি রয়েছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় প্রবেশ ও প্রস্থানকারী নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজের বিরুদ্ধে ‘অবরোধ’ আরোপের নির্দেশ দেন। সে সময় ভেনেজুয়েলা সরকার এই পদক্ষেপকে ‘চুরি’ হিসেবে আখ্যা দেয়।


যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিবিএস নিউজকে নিশ্চিত করেছেন, মারিনেরাকে নিরাপত্তা দিতে রাশিয়া একটি সাবমেরিনসহ একাধিক নৌযান পাঠিয়েছে। এর আগে গত মাসে ক্যারিবীয় সাগরে জাহাজটি ভেনেজুয়েলার দিকে যাচ্ছে বলে সন্দেহ করা হলে মার্কিন কোস্ট গার্ড সেটিতে উঠতে চেষ্টা করে। নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে জাহাজটি জব্দ করার জন্য তখন তাদের কাছে পরোয়ানাও ছিল। এরপর হঠাৎ করেই জাহাজটি দিক পরিবর্তন করে ইউরোপের দিকে যাত্রা শুরু করে। এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের অন্তত ১০টি সামরিক পরিবহন বিমান ও হেলিকপ্টার ইউরোপীয় অঞ্চলে পৌঁছায় বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।


রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা পরিস্থিতি ‘গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ’ করছে। এক বিবৃতিতে বলা হয়, বর্তমানে আমাদের জাহাজটি রুশ ফেডারেশনের রাষ্ট্রীয় পতাকা বহন করে উত্তর আটলান্টিকের আন্তর্জাতিক জলসীমায় আন্তর্জাতিক সামুদ্রিক আইনের পূর্ণ অনুসরণে যাত্রা করছে। বিবৃতিতে আরও বলা হয়, কেন এই রুশ জাহাজটির প্রতি যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী অতিরিক্ত এবং অসামঞ্জস্যপূর্ণ নজরদারি চালাচ্ছে, তা আমাদের কাছে স্পষ্ট নয়। এটি একটি শান্তিপূর্ণ বাণিজ্যিক জাহাজ। এরই মধ্যে সিবিএস নিউজকে দেওয়া মন্তব্যে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র জাহাজটি ডুবিয়ে না দিয়ে দখলে নেওয়ার পক্ষেই বেশি আগ্রহী।


বিবিসি ভেরিফাই রাশিয়া টুডের প্রকাশিত একটি ভিডিও বিশ্লেষণ করেছে, যা নাকি ট্যাংকারটির ভেতর থেকে ধারণ করা। সেখানে দূরে একটি জাহাজ দেখা যায়, যার অবয়ব মার্কিন কোস্ট গার্ডের লেজেন্ড শ্রেণির কাটারের সঙ্গে মিলে যায়। বিবিসি ভেরিফাইয়ের তথ্যমতে, জাহাজ পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের এআইএস ডেটা অনুযায়ী, মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল পর্যন্ত মারিনেরা আইসল্যান্ডের উপকূল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে উত্তর আটলান্টিকে অবস্থান করছিল। আগের ট্র্যাকিং ডেটা বলছে, এটি যুক্তরাজ্যের পশ্চিম উপকূল ঘেঁষে উত্তর দিকে অগ্রসর হয়েছে গত দুই দিনে। সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com