
মালয়েশিয়ার পেরাকের তেলুক ইন্তানের কাছে জালান চিকুস-সুঙ্গাই ল্যাম্পামে এক সড়ক দুর্ঘটনায় ফেডারেল রিজার্ভ পুলিশ ইউনিটের (এফআরইউ) আট সদস্য প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে পাথর বহনকারী একটি ট্রাক ও ১৫ জন কর্মী বহনকারী একটি এফআরইউ ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়।
হিলির পেরাক জেলা পুলিশ প্রধান, এসিপি ড. বাকরি জয়নাল আবিদিন জানান, এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। আরও সাতজনকে বিভিন্ন মাত্রার আঘাতের জন্য চিকিৎসা দেওয়া হয়েছে। পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগসহ জরুরি সাড়াদানকারী দলগুলো দুর্ঘটনাস্থল থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত তেলুক ইন্তান ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন থেকে দ্রুত ঘটনাস্থলে যায়। উদ্ধার কাজ অবিলম্বে শুরু হয়েছিল এবং আহতদের জরুরি চিকিৎসার জন্য তেলুক ইন্তান হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।
এটি সাম্প্রতিককালে এফআরইউর সবচেয়ে বড় দুর্ঘটনার একটি। ১৯৯০ সালে একইরকম একটি দুর্ঘটনা ঘটে। কুয়ালালামপুর-কারাক হাইওয়ের ওই ঘটনায় একাধিক যানবাহনের সংঘর্ষে ১১ জন এফআরইউ কর্মীসহ ১৭ জন নিহত হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]