ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিন-ট্রাম্পের আলোচনা মঙ্গলবার
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ১৪:৫২
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিন-ট্রাম্পের আলোচনা মঙ্গলবার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধে বন্ধে মঙ্গলবার (১৮ মার্চ) তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন।


স্থানীয় সময় রোববার এয়ার ফোর্স ওয়ানে যুদ্ধবিরতি আলোচনায় কোন কোন বিষয় ছাড়ের বিষয়টি বিবেচনায় থাকবে এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ভূখণ্ড এবং বিদ্যুৎকেন্দ্র ছাড়ের বিষয়গুলো আলোচনায় অন্তর্ভুক্ত থাকবে।


তিনি বলেন, ‘এরইমধ্যে কিছু সম্পদ ভাগাভিগর বিষয়ে ইউক্রেন এবং রাশিয়া উভয় পক্ষই অনেক বিষয় নিয়ে আলোচনা করেছে।


এর আগে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, ইউক্রেন সংঘাত বন্ধে প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে চলতি সপ্তাহেই আলোচনা করতে পারেন ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন।


রবিবার সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন বিশেষ দূত উইটকফ জানান, মস্কোতে তার বৈঠক ইতিবাচক ছিল এবং তা তিন থেকে চার ঘণ্টা স্থায়ী হয়।


তিনি বলেন, ‘এ সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে একটি ফোনালপ হবে বলে আশা করি।’


যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, তার নানা দিক তুলে ধরতে গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন স্টিভ উইটকফ। পুতিনের সঙ্গে বৈঠককে ইতিবাচক বলে মন্তব্য করেছেন উইটকফ।


সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিতে রাশিয়ার নিয়ন্ত্রণে নেয়া ইউক্রেনের ভূখণ্ডের বিষয়ে কী করা হবে, সিএনএনের এমন একটি প্রশ্নের জবাব দেননি স্টিভ উইটকফ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com