ইরানের সুপ্রিম কোর্টে ২ বিচারপতিকে গুলি করে হত্যা
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ১৮:৪৭
ইরানের সুপ্রিম কোর্টে ২ বিচারপতিকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানের রাজধানী তেহরানে সুপ্রিম কোর্টের ২ জন সিনিয়র বিচারপতিকে গুলি করে হত্যা করা হয়েছে। গুলি চালানোর পর নিজেও আত্মহত্যা করেছেন ওই বন্দুকধারী।


শনিবার (১৮ জানুয়ারি) ভোরে ইরানের সুপ্রিম কোর্টের ভেতরে ঘটে এ ঘটনা। দেশটির বিচার বিভাগের মিডিয়া সেন্টারের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা র‍য়টার্স।


ইরানের বিচার বিভাগ এবং রাষ্ট্রীয় মিডিয়ার দেওয়া তথ্য অনুসারে, নিহত দুই বিচারপতি হলেন হোজ্জাত আল-ইসলাম রাজিনি এবং হোজ্জাত আল-ইসলাম ওয়াল-মুসলিমীন মোকিসেহ।


বিচার বিভাগের মিডিয়া সেন্টারের বিবৃতিতে বলা হয়েছে, নিহত দুই বিচারপতি জাতীয় নিরাপত্তা, গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপরাধ মোকাবিলায় সক্রিয় ছিলেন। নিহত বিচারকরা ছিলেন সাহসী এবং অভিজ্ঞ। তবে, হামলাকারীর পরিচয় এবং তার উদ্দেশ্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com