শিরোনাম
ভারতে বজ্রপাতে নিহত ৬৮
প্রকাশ : ১২ জুলাই ২০২১, ১২:৫১
ভারতে বজ্রপাতে নিহত ৬৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের তিন রাজ্যে বজ্রপাতে ৬৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু উত্তরপ্রদেশেই ৪১ জন মারা গেছেন। এছাড়া বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন ১৭ জন। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রবিবার দেশটির উত্তরপ্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশ রাজ্যের বিভিন্ন স্থানে তীব্র বৃষ্টিপাতের সময় বজ্রপাতে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে।


এনডিটিভি জানিয়েছে, উত্তরপ্রদেশে নিহত ৪১ জনের মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন প্রায়াগরাজ জেলায়। এছাড়া ফিরোজাবাদ জেলায় নিহত হয়েছেন তিন জন।


এদিকে বজ্রপাতে দেশটির রাজস্থান রাজ্যে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৭ শিশুও রয়েছে। এর মধ্যে সন্ধ্যায় ওয়াচ টাওয়ারে উঠে সেলফি নেয়ার সময় বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়। ঘটনাস্থলেই নয়টি মৃতদেহ পাওয়া যায়।


আরো পড়ুন: সেলফি তোলার সময় বজ্রপাতে ১১ জনের মৃত্যু


ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত অনেকে ওয়াচ টাওয়ার থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন।


ভারতীয় গণমাধ্যম জানায়, রাজ্যটির রাজধানী জয়পুরের আমের দুর্গের সামনে বৃষ্টির মধ্যে সেলফি নেয়ার চেষ্টা করছিলো একদল পর্যটক, তখনই ঘটনাটি ঘটে।


রাজস্থানে নিহতদের মধ্যে ১১ জন জয়পুর, চারজন কোটা, তিনজন ঢোলপুর, একজন ঝালওয়ার ও একজন বারানের বাসিন্দা।


এদিকে মধ্যপ্রদেশে বজ্রপাতে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে গোয়ালিয়র ও শেওপুরের দুইজন করে, শিবপুরি, অনুপপুর, বেতুলের একজন করে রয়েছেন।


এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকপ্রকাশ করেছেন। এ ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৫ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com