শিরোনাম
সেলফি তোলার সময় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
প্রকাশ : ১২ জুলাই ২০২১, ১১:০৪
সেলফি তোলার সময় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের রাজস্থান রাজ্যে ওয়াচ টাওয়ারে উঠে সেলফি নেয়ার সময় বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই নয়টি মৃতদেহ পাওয়া যায়। ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত অনেকে ওয়াচ টাওয়ার থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন।


এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ঘটনার সময় ওয়াচ টাওয়ার ও সংলগ্ন দেয়ালে ২৭ জন ছিলো।


ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, রবিবার (১১ জুলাই) সন্ধ্যায় রাজ্যটির রাজধানী জয়পুরের আমের দুর্গের সামনে বৃষ্টির মধ্যে সেলফি নেওয়ার চেষ্টা করছিল একদল পর্যটক, তখনই ঘটনাটি ঘটে।


আমের পুলিশ স্টেশনের এসএইচও শিভনারায়ণ বলেছেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে। তখন আমের দূর্গের বিপরীত পাশের পাহাড়ের ওপরের ওয়াচ টাওয়ারে বজ্রপাত হয়। ঘটনাস্থলেই নয়টি মৃতদেহ পাওয়া যায়।


জয়পুরের পুলিশ কমিশনার আনন্দ শ্রীবাস্তবের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এ ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে এবং আরো ১১/১২ জন আহত হয়েছেন।


পুলিশ কমিশনার জানান, নিহতদের অধিকাংশই বয়সে তরুণ।


এদিকে একই দিন বজ্রপাতে রাজস্থানে আরো নয় মৃত্যুর ঘটনা ঘটেছে। এদের মধ্যে চারজন কোটায়, তিনজন ধোলপুরে এবং বারান ও জালাওয়ারে আরো দুইজনের মৃত্যু হয়।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com