‘অপারেশন সিঁদুর’ নিয়ে রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি
প্রকাশ : ১২ মে ২০২৫, ১৮:২৮
‘অপারেশন সিঁদুর’ নিয়ে রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় সময় সোমবার (১২ মে) রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এতে তিনি পাকিস্তানে পরিচালিত অপারেশন সিঁদুর নিয়ে কথা বলবেন। খবর এনডিটিভি


গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়। যারা ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দা ছিল। এ হামলার ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করে গত ৭ মে দেশটিতে অপারেশন সিঁদুর পরিচালনা করে।


এতে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত আজাদ কাশ্মীরের অন্তত ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারতের বিমান বাহিনী। ভারত দাবি করে, তারা সন্ত্রাসী গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তৈয়বার অবকাঠামোতে হামলা চালিয়েছে। এতে প্রায় ১০০ সদস্য নিহত হয়েছে।


তবে পাকিস্তান দাবি করে, ভারত বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। পরবর্তীতে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে ‘বুনইয়ান-উল-মারসুস’ নামে একটি অপারেশন চালায়। এই অভিযানে ভারতের অন্তত ২৬টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করে ইসলামাবাদ।


ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের এক পর্যায়ে গত ১০ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন নয়াদিল্লি ও ইসলামাবাদ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। শুভ বুদ্ধির ব্যবহার করে উভয়পক্ষ এই সিদ্ধান্তে আসায় অভিনন্দন।’


প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পরপরই সেদিন ভারত ও পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধবিরতি কার্যকরের তথ্য নিশ্চিত করা হয়।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com