
জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে পৃথিবীর বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকার বাতাসও দূষিত। সম্প্রতি বৃষ্টির কারণে ঢাকার বায়ুমান কিছুটা উন্নতির দিকে থাকলেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।
২১৯ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে ভারতের শহর ‘দিল্লি’, যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’। একই সময় ১৮৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরের শহর ‘কায়রো’।
এদিকে ১৮০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের শহর ‘কলকাতা’। আর ১৫৩ স্কোর নিয়ে এই তালিকায় ১২তম অবস্থানে রয়েছে রাজধানী ‘ঢাকা’, যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’।
ঢাকার ৭ স্থানে ভয়াবহ বায়ুদূষণ
বায়ুদূষণ ঢাকায় এখন নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গত ডিসেম্বর মাসে এক দিনও নির্মল বায়ুর দেখা মেলেনি রাজধানীতে। চলতি বছরের শুরু থেকেই ঢাকায় বায়ুদূষণের মাত্রা ক্রমেই বাড়ছে।
আজ সকালে ঢাকার সাতটি স্থানে বায়ুর মান ‘খুব খারাপ’ পর্যায়ে রয়েছে। এলাকাগুলো হলো—গোড়ান (১৬৩), শান্তা ফোরাম (১৬২), পল্লবী (১৫৭), বেচারাম দেউড়ী (১৫৭), মিরপুরের ইস্টার্ন হাউজিং (১৫৩), কল্যাণপুর (১৫৩) ও গুলশানের বে’জ এইজ ওয়াটার (১৫২)।
বায়ুদূষণ মোকাবিলায় দেশে বিভিন্ন সময়ে একাধিক প্রকল্প নেওয়া হলেও বাস্তবে পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। বরং দিন দিন দূষণ আরও ভয়াবহ আকার ধারণ করছে। এ সমস্যা শুধু ঢাকায় সীমাবদ্ধ নয়; দেশের অন্যান্য শহরেও বায়ুদূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাচ্ছে। কোনো কোনো দিন ঢাকাকেও ছাড়িয়ে যাচ্ছে অন্য শহরগুলোর দূষণের মাত্রা।
শুকনা মৌসুম শুরু হওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষের দিকে অবস্থান করছে ঢাকা। প্রায় প্রতিদিনই রাজধানীর বায়ুমান অস্বাস্থ্যকর অবস্থায় থাকছে।
সুরক্ষায় নগরবাসীর করণীয়
আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর মান বিবেচনায় বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। এছাড়া খোলা জায়গায় ব্যায়াম এড়িয়ে চলতে বলা হয়েছে। বায়ুদূষণের প্রভাব কমাতে ঘরের জানালা যতটা সম্ভব বন্ধ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]