চতুর্থ বারের মতো ঢাকায় এলো ফিফা বিশ্বকাপ ট্রফি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১১:১০
চতুর্থ বারের মতো ঢাকায় এলো ফিফা বিশ্বকাপ ট্রফি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চতুর্থ বারের মতো ঢাকায় এলো ফিফা বিশ্বকাপ ট্রফি। ফিফা ট্রফি ট্যুরের অংশ হিসেবে একদিনের জন্য বাংলাদেশে এসে পৌঁছেছে ট্রফিটি। এবার ফিফা ট্রফি ট্যুরে প্রতিনিধি হয়ে এসেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের মিডফিল্ডার গিলবার্তো দি সিলভা।


বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার কিছু আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ফিফার আসল ট্রফিটি।


এ নিয়ে চতুর্থ বারের মতো বাংলাদেশে এল ফিফার ট্রফি। এর আগে ফিফার ট্রফি বাংলাদেশে এসেছিল ২০০২, ২০১৩ ও ২০২২ সালে।


যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের ট্রফি ট্যুর শুরু হয়েছে ৩ জানুয়ারি। এবারের ট্যুরের যাত্রা শুরু হয়েছে সৌদি আরব থেকে। কোমল পানীয় কোম্পানি কোকা-কোলার উদ্যোগে এবার ৩০ টি দেশের ৭৫টি স্থানে প্রদর্শিত হবে বিশ্বকাপের ট্রফি। পুরো ট্রফি ট্যুর শেষ হতে ১৫০ দিন লাগবে। আর শেষটা হবে বিশ্বকাপের সহ আয়োজক দেশ মেক্সিকোতে। সেখানে আজতেকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় ১২ জুন হবে উদ্বোধনী ম্যাচ। ওই ম্যাচের আগে স্টেডিয়ামে ট্রফি প্রদর্শিত হবে।


আর বাংলাদেশের ক্ষেত্রে শুধু রেডিসন ব্লু হোটেলেই প্রদর্শিত হবে বিশ্বকাপ ট্রফি।


সাধারণ দর্শকেরা কি বিশ্বকাপের ট্রফি দেখতে পাবেন?


বিশ্বকাপের আসল ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ রয়েছে। এ জন্য গত ১৫ নভেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ইন্টারঅ্যাকটিভ ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইন আয়োজন করেছিল কোকাকোলা। ওই ক্যাম্পেইনে বিজয়ীরাই শুধু এ ট্রফি দেখতে ও ছবি তোলার সুযোগ পাবেন।


বেলা দেড়টা থেকে সন্ধ্যা পর্যন্ত হোটেল র‍্যাডিসন ব্লু-তে থাকবে ট্রফি। সেখানে ট্রফি দেখতে ও ছবি তোলার সুযোগ পাবেন ক্যাম্পেইনে বিজয়ীরা।


ট্রফি দেখতে গেলে কোন কোন নিয়ম মানতে হবে?


ক্যাম্পেইনে বিজয়ীদের অবশ্যই বৈধি টিকিটের প্রিন্ট কপি বা সফট কপি কিংবা স্ক্রিনশট দেখাতে হবে। যাচাই-বাছাইয়ের জন্য কোকাকোলার ক্যাপও সঙ্গে রাখতে হবে।


কোনো অবস্থাতেই দর্শনার্থীরা ট্রফি স্পর্শ করতে পারবেন না। ব্যাকপ্যাক ব্যবহারের ক্ষেত্রেও সতর্কতা মেনে চলতে হবে। ৭/১০ ইঞ্চির বড় ব্যাকপ্যাক নেওয়া যাবে না সাথে। আর অপরিহার্যভাবে, ধূমপান নিষিদ্ধ। একজনের টিকিট ব্যবহার করে আরেকজন প্রবেশ করতে পারবেন না, এক টিকিটে একাধিকবার প্রবেশ করা যাবে না। কোনো নিষিদ্ধ সামগ্রী সঙ্গে নেওয়া যাবে না। এছাড়া সঙ্গে রাখা যাবে না কোনো ধরনের পতাকাও।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com