
রক্তের উপর দাঁড়িয়ে আছি। এই ঋণ শোধ করতে হবে বলে মন্তব্য করেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)- এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
শনিবার (৩ জানুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ড. বদিউল আলম মজুমদার বলেন, রক্তের উপর দাঁড়িয়ে আছি। এই ঋণ শোধ করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ইশতেহারে রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট বক্তব্য থাকতে হবে।
জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, হ্যাঁ নাকি না-এর পক্ষে- সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সুস্পষ্ট বক্তব্য দিতে হবে।
ড. বদিউল আলম মজুমদার বলেন, গণভোট নিয়ে সরকার প্রচার চালাচ্ছে। আমাদের প্রত্যাশা, নির্বাচন কমিশন সুষ্ঠু ভোট আয়োজন করবে। প্রচারণার চেয়েও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন কমিশনের বড় দায়িত্ব।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]