
ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব ফ্লাইটের নিরাপদ উড্ডয়ন ও অবতরণ সম্ভব হয়নি। ফলে এই বিমানবন্দর থেকে নয়টি ফ্লাইট দেশ ও বিদেশের বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বিমানবন্দরের একটি সূত্র।
বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, যাত্রী ও বিমান চলাচলের নিরাপত্তার কথা বিবেচনা করে কয়েকটি ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে ডাইভার্ট করা হয়। কুয়াশার তীব্রতার কারণে মোট ৯টি ফ্লাইট অন্য বিমানবন্দরে পাঠানো হয়। এর মধ্যে চারটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, চারটি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে এবং একটি ফ্লাইট থাইল্যান্ডের ব্যাংকক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।
পরবর্তী সময়ে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে বিমানবন্দরের কুয়াশা জনিত অবস্থা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসায় পুনরায় ফ্লাইট অপারেশন স্বাভাবিকভাবে উড্ডয়ন ও অবতরণ শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, সাময়িক এই বিঘ্নে যাত্রীদের কিছুটা ভোগান্তি হলেও নিরাপত্তার স্বার্থে নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ফ্লাইটসংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানিয়েছেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]