
সার কারখানাগুলোতে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ১৩ টাকা ২৫ পয়সা বাড়ানো হয়েছে। প্রতি ঘনমিটারের নতুন দাম ২৯ টাকা ২৫ পয়সা নির্ধারণ করেছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
২৩ নভেম্বর, রোববার বিইআরসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করা হয়। আগামী ডিসেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে। বর্তমানে সারকারখানায় সরবরাহ করা প্রতি ঘনমিটার গ্যাসের দাম দাম ছিল ১৬ টাকা। ফলে দাম বেড়েছে ৮২ দশমিক ৮১ শতাংশ।
তিতাস গ্যাস, বাখরাবাদ, জালালাবাদ ও কর্ণফুলী বিতরণ সংস্থা সংস্থাগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৬ অক্টোবর গণশুনানি করেছিল বিইআরসি। গণশুনানিতে পেট্রোবাংলা এবং গ্যাস বিতরণ কোম্পানিগুলো প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার প্রস্তাব দিয়েছিল। অন্যদিকে কমিশনের কারিগরি কমিটি ৩০ টাকা করার পক্ষে মত দিয়েছিল।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]