সংকটময় মুহূর্তে দেশ, কোন দিকে যাবে নির্ভর করছে নির্বাচনের ওপর: সিইসি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১১:৩৭
সংকটময় মুহূর্তে দেশ, কোন দিকে যাবে নির্ভর করছে নির্বাচনের ওপর: সিইসি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশ সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। কোন দিকে যাবে তা আগামী নির্বাচনের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ, এম, এম, নাসির উদ্দিন।


সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া ও আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে বক্তব্যকালে এমনটা জানান তিনি।


তিনি বলেন, আমরা জানি, দেশ একটা খুব সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমরা জাতি হিসেবে কোন দিকে যাব, কিভাবে হাঁটব- এই সব কিছু নির্ভর করছে আগামী জাতীয় নির্বাচনের ওপর। বাহিনী ছাড়াও নাগরিক হিসেবে আমাদের সবার একটা দায়িত্ব রয়েছে।


নির্বাচন আয়োজনকে ‘ভিশন’ হিসেবে নিয়েছেন সিইসি বলেন, ভবিষ্যতের জন্য কি বাংলাদেশ রেখে যাব, গণতান্ত্রিক বাংলাদেশ কিভাবে রেখে যা, এই চিন্তা আমাকে প্রতিদিন ভাবায়। এটাকে আমি চাকরি হিসেবে নেইনি, রুটিন দায়িত্ব হিসেবে নেইনি। বিশেষ করে আমি না, আমি ওই ধরনের মানুষ না। আমি গতানুতিক ধারার মানুষ না। এটাকে আমি ভিশন হিসেবে নিয়েছি।



বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com