ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১৭:১৩
ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরাপদভাবে আয়োজনের জন্য আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্নের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।


নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা দেশ ও দেশের বাইরে থেকে হতে পারে বলে সতর্ক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।


তিনি বলেন, “এটা কোনো ছোট চ্যালেঞ্জ নয়—বড় শক্তি এ বিষয়ে সক্রিয় হতে পারে। হঠাৎ করেই বিভিন্ন ধরনের হামলা বা বিশৃঙ্খলার চেষ্টা হতে পারে। আসন্ন নির্বাচন আমাদের জন্য বড় পরীক্ষা, তাই যেকোনো প্রতিকূলতা মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।”


বুধবার (২৯ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।


অধ্যাপক ইউনূস বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চলতে পারে। দেশি-বিদেশি মহল থেকে পরিকল্পিতভাবে ভুয়া তথ্য, ছবি কিংবা ভিডিও ছড়ানোর চেষ্টা হবে। এসব অপপ্রচার যাতে ছড়াতে না পারে, সেজন্য দ্রুত প্রতিক্রিয়া জানাতে হবে।”


তিনি আরও বলেন, “নির্বাচনকে উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করতে হলে সাধারণ মানুষের কাছে যেতে হবে। ভোটের নিয়ম-কানুন, ভোটকেন্দ্রে করণীয়, কোনো গোলযোগ দেখা দিলে কীভাবে ব্যবস্থা নিতে হবে—এসব বিষয়ে সবাইকে অবহিত করতে হবে।”


প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন যেন নির্বাচন কমিশন ও সংস্কৃতি মন্ত্রণালয় যৌথভাবে টিভিসি, ডকুমেন্টারি ও অন্যান্য ভিডিও কনটেন্ট দ্রুত তৈরি করে ইউটিউব ও সামাজিক মাধ্যমে প্রচার করে। এতে জনগণ সচেতন হবে এবং নির্বাচনী প্রস্তুতি গ্রহণে সহায়তা পাবে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com