
এশিয়া কাপের গ্রুপ পর্ব টপকে বাংলাদেশ পৌঁছেছিল সুপার ফোরের দরজায়। এরপর গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল টাইগাররা, প্রতিপক্ষ হিসেবে ছিল শ্রীলঙ্কা। আর এই ম্যাচে লঙ্কানদের ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সুপার ফোরের শুভসূচনা করল বাংলাদেশ দল।
সুপার ফোরের প্রথম ম্যাচেই প্রথম রাউন্ডের গ্রুপ সঙ্গী শ্রীলঙ্কাকে পেয়েছে বাংলাদেশ। টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া ১৬৯ রানের জবাবে লিটন-সাইফের ব্যাটে দারুণ শুরু পায় টাইগাররা। ব্যাটিং পাওয়ার প্লে’তে বাংলাদেশ তুলে নেয় ৫৯ রান।
এদিন লঙ্কানদের দেওয়া রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১ রানের মাথায় ব্যাক্তিগত শূন্য রানে নুয়ান থুশারার বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন তানজীদ তামিম।
তামিমকে হারিয়ে যখন চাপে পড়ে টাইগাররা, তখনি ব্যাট হাতে মাঠে আসে টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। ক্রিজে নেমে সাইফকে সাথে নিয়ে পাল্টা আক্রমণে যান লিটন।
সাইফ-লিটনের তাণ্ডবে পাওয়ার প্লেতে চলে আসে ৫৯ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৫৯ রান।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শানাকার ফিফটিতে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ১৬৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
ব্যাট হাতে শ্রীলঙ্কার হয়ে ১৫ বলে ২২ রান করেন পাথুম নিসাঙ্কা, ২৫ বলে ৩৪ রান করেন কুশল মেন্ডিস, ৩৭ বলে ৬৪ রান করেন দাসুন শানাকা, ১২ বলে ২১ রান করেন অধিনায়ক আসালঙ্কা।
বল হাতে বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন মোস্তাফিজুর রহমান, ২ উইকেট নেন শেখ মেহেদী এবং ১ উইকেট নেন পেসার তাসকিন আহমেদ।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]