এনসিপির নাম পরিবর্তন হচ্ছে না: হান্নান মাসউদ
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৬
এনসিপির নাম পরিবর্তন হচ্ছে না: হান্নান মাসউদ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাম পরিবর্তন হচ্ছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।


শনিবার (রাত ১০টায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।


হান্নান মাসউদ জানান, নাম পরিবর্তন নয়, বরং একাধিক দলের এনসিপির সঙ্গে একীভূত হওয়ার বিষয়ে আলোচনা চলমান।


নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি লিখেন, ‘একটা কথা স্পষ্ট, এনসিপির নাম পরিবর্তন হচ্ছে না। এক বা একাধিক দল এনসিপির সাথে একীভূত হওয়ার ব্যাপারে আলাপ আলোচনা চলছে। আর ইনশাআল্লাহ তরুণদের শক্তিসমূহ ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হবে।’


উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের একীভূত হওয়ার চেষ্টা চলছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন দল দুটির বেশ কয়েকজন নেতা। এক্ষেত্রে তাদের মধ্যে একটি জোট গঠন হতে পারে।


আবার দুই দল মিলে একটিতেও রূপান্তর হওয়ারও সম্ভাবনা রয়েছে। দুটি বিষয়কে সামনে রেখেই চলছে আলোচনা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com