বুধবার দেশের সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৯:৫০
বুধবার দেশের সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দেশের সব পোশাক কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে বিজিএমইএ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে সদস্যভুক্ত সকল কারখানার জন্য এই নির্দেশনা জারি করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সচিব মেজর (অব.) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে সরকার ইতোমধ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং বুধবার (৩১ ডিসেম্বর) এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। সরকারের এই সিদ্ধান্তের প্রতি একাত্মতা পোষণ করেই দেশের পোশাক শিল্প খাতেও কালকের জন্য সাধারণ ছুটি কার্যকর করার অনুরোধ জানানো হয়েছে।


বিজিএমইএ’র পক্ষ থেকে বলা হয়েছে, বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশ এক কিংবদন্তি নেতাকে হারাল। তার প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশের বর্তমান শোকাবহ পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সব কারখানার মালিকদের বুধবার উৎপাদন বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। সংগঠনের সদস্যভুক্ত কয়েক হাজার পোশাক কারখানায় কাল কোনো কাজ চলবে না।


ছুটির এই সময়ে কারখানার নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে মালিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মূলত সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজা ও দাফন প্রক্রিয়ায় সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণের সম্ভাবনা থাকায় এবং রাষ্ট্রীয় ছুটির গুরুত্ব বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে পুনরায় স্বাভাবিকভাবে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com