আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ ও শুঁটকি রপ্তানি বন্ধ
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১৫:৪০
আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ ও শুঁটকি রপ্তানি বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ ও শুঁটকি রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে।


সার্টিফিকেট জটিলতায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে রপ্তানি বন্ধ রাখতে হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কবে নাগাদ রপ্তানি চালু করা যাবে এ বিষয়টিও নিশ্চিত নয়।


আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফারক মিয়া জানান, মাছ ও শুঁটকি পাঠানোর জন্য একটি বিশেষ সার্টিফিকেট উপজেলা মৎস্য অফিস থেকে নিতে হয়।


গত ১৩ নভেম্বর এনবিআর এক চিঠিতে জানায়, এই সার্টিফিকেট মেন্যুয়ালির বদলে অনলাইনে নিতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠায়। কিন্তু অনলাইনে সার্টিফিকেট করার বিষয়ে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি।


তিনি বলেন, ‘বুধবার প্রায় দুই কোটি টাকার মাছ রপ্তানির প্রস্তুতি নেয়ই।


তখন মৎস্য অফিসের মাধ্যমে সার্টিফিকেট আনতে গেলে বিষয়টি জানাজানি হয়। এক কর্মকর্তার বিশেষ অনুমতিতে নিয়ে, নানা প্রক্রিয়া শেষে মাছগুলো ভারতে পাঠানো হয়। তবে বৃহস্পতিবার থেকে অনলাইন সার্টিফিকেট ছাড়া মাছ পাঠানো যাবে না বলে ওই কর্মকর্তা জানিয়েছেন। এ অবস্থায় আমরা মাছ ও শুঁটকি রপ্তানি বন্ধ রাখতে বাধ্য হচ্ছি।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com