শিরোনাম
পুঁজিবাজারে সূচক ও লেনদেনের নতুন রেকর্ড
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২০, ১৭:৫১
পুঁজিবাজারে সূচক ও লেনদেনের নতুন রেকর্ড
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দিন যতই যাচ্ছে পুঁজিবাজারে সূচক ও লেনদেন ততই বাড়ছে। বুধবার (৩০ ডিসেম্বর) সূচকের পাশাপাশি লেনদেন বেড়ে নতুন রেকর্ড গড়েছে।


জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৩ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪০২ পয়েন্টে দাঁড়িয়েছে। যা গত দেড় বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড গড়েছে ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬৩ পয়েন্টে অবস্থান করছে।


ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৫৪৩ কোটি ২৭ লাখ টাকা। যা গত প্রায় ৪ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ৩৮৩ কোটি ৮৯ লাখ টাকা।


ডিএসইতে লেনদেন হওয়া ৩৬২টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১২০টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টি শেয়ার দর।


অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৯২ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬০ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৭০ পয়েন্ট বেড়ে নয় হাজার ৪০৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৯৮টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির শেয়ার দর।সিএসইতে লেনদেন হয়েছে ৭১ কোটি ১১ লাখ টাকা।


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com