শিরোনাম
পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২০, ১৭:০৭
পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে। তবে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৩৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড় ১ হাজার ৯৩৬ পয়েন্টে অবস্থান করছে।


ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৩ কোটি ৮৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৩৪৬ কোটি ৯৮ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৩ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৩০টির, কমেছে ১৬৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫ টি শেয়ার দর।


অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৭৫ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৬ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৪০ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩৩২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৮৫টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১০৬ টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৪২ কোটি ৭০ লাখ টাকা।


বিবার্তা/আদনান/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com